অপায় এবং আঘাত। (9 কোন কারণে ভঙ্গীভূত হইয়া, তদ্ভঙ্গপ্রসারণ ললাটাস্থির অক্ষিকোটরাধার (Orbital plate ) পর্য্যন্ত বিস্তুত হইয়াছে, এবং তথায় মস্তিষ্কের বিদারণ ও বহিঃসরণও ঘটিয়াছে। রেজুনের মহামন্দির আক্রমণ কালে, মস্তকে বন্দুকের গুলির অণঘাত লাগিয়া, অস্টাদশ ব্যুহের সেনা জি. রোক এইছ, এম সাহেবের মৃত্যু হয়। র্তাহার মস্তিষ্কাবরণস্থির সম্মুখভাগ, এক্ষণে কলিকণতা মেডিকেল কলেজ মিউজিয়মে ১১৪৬ সংখ্যক প্রদর্শন বলিয়া গণ্য হইতেছে,—ভশহ এই স্থলের প্রকৃত উদাহরণ স্থল। এই ব্যক্তির বামপীশ্বস্থ ললাটাস্থির উন্নত প্রদেশের নিম্নভাগ, ঠিক অক্ষিকোটরের নাসাপ"শ্ব স্থ উৰ্দ্ধাপগঙ্গ dwet (Upper and inner angle), softe (s gtafwel এক্ষণে মস্তিষ্কণবরণস্থি টিফিন অস্ত্র দ্বারা কর্ভিত হইয়াছে, ঠিক সেই স্থান দিয়া উক্ত বন্দুকের গুলি প্রবেশ করিয়াছিল; এবং দক্ষিণ পাশ্বস্থ ললাটস্থির অক্ষিকেণটরrধারের অভ্যন্তরপাশ্বে উপযুক্ত ও পন্ধুিত পথ প্রস্তত করিয়া উহা যে স্থানে প্রবিষ্ট হইয়ছিল, এক্ষণেও ঠিক সেই স্থানেই অবস্থিত আছে। কখন২ শীর্ষদেশ (Vertex ) বা মস্তিক্ষণবরণস্থির অন্য কেশন ভাগ প্রথমতঃ অণঘাতিত হইয়া, তৎ প্রত্যভিঘাত ( Contre-coup )* দ্বারা অক্ষিকোটরপ্রাচীরও ভঙ্গীভূত হইয়া থাকে। ফন্টাল বোনের অর্বিট্যাল প্লেট এইরূপে ভগ্ন হইলে, মস্তিক্ষণবরণাস্থির কোন না কোন অংশে ক্ষতি চিত্ন দৃষ্ট হইবে, এবং তাক্ষিক-কনুজংটাইভার এবং চক্ষুর উৰ্দ্ধপুটীয় কোষিক ঝিল্লীর নিম্নভাগে রক্তোৎ প্রবেশ হইতে দেখা যায়। আর যদি অক্ষিকোটরীয় নিম্নপ্রাচীরস্থি ভঙ্গীভূত হয়, তবে নিম্নশক্ষিপুটে এবং অক্ষিগো#To footánsorts (Inferior hemisphere ) কনৃজংটাইভার পশচণৎভাগে ইকিমোসিস (Ecchymosis ) দৃষ্ট হয়। অক্ষিকোটর কোন তীক্ষ-ধার বস্তু দ্বারা আঘাতিত ( Pene trating wounds ) چRcچT,- في বস্তুর প্রকৃতি এবং উহ। কতদূর গভীর বিদ্ধ করিয়াছে, এবং বিদ্ধ করিয়াই বা কোন পথ দিয়া গমন করিতেছে,—ইত্যাদি অনুসারে উক্ত বিদারিত আঘাতের প্রকৃতি সামান্য বা ভয়ানক ত্যাকার ধারণ করে। উহ। গভীররূপে ঠিক্ - পশ্চাদভিমুখে উৰ্দ্ধ বা অন্তর্দিগে আঘাত করিয়া মস্তিষ্ক পর্য্যন্ত যে স্পর্শ করিবে, তাহণ নিতান্ত অসম্ভব নহে,—এরূপ হইলে ভয়ঙ্কর বিপদ উৎপন্ন হইয়া থাকে। অক্ষিকোটর বন্দুকের গুলি বা অন্য কোন তীক্ষ্ণণগ্র বস্তু দ্বারা আtঘাতিত হইলে, অপঘাতদ উক্ত বাস্থ্য পদার্থ তজ্জনিত বিদারণ মধ্যে সন্নি -:
- See case reported by Mr. Edwards: Medical Times and Gazette,, June 10, 1854.