(.8 অক্ষিকোটরের রোগীবলি। বিষ্ট আছে কিনা, প্রথমে ইহ দেখা উচিত। প্রোব ( Probe ) বা শলীক অস্ত্র দ্বারা উক্ত বিদারিত স্থান পরীক্ষণ করিলে, এতদ্বিষয়ের উক্তম মীমাংসা হইতে পারে। যদি কোন বাহপদার্থ উহাতে সন্নিবিষ্ট আছে এরূপ দেখা যায়, তবে তাই তৎক্ষণাৎ বহিষ্কৃত করা বিধেয়। বহিস্করণ করিবার সময়, যদি উক্ত বাহপদার্থের প্রবেশ দ্বার অল্প-পরিসর থাকে, এবং তাহাকে আয়ত-পরিসর করা প্রয়োজন বোধ হয়, তবে তাহণ করা অবৈধ নহে। আর ইহাও দেখা গিয়াছে যে, বন্দুকের গুলি অক্ষিকোটরে প্রবিষ্ট হইয়া অনেক বৎসর পর্য্যন্ত উহাতে অবস্থিত আছে, অথচ বাহিক কোনবিধ মন্দফল প্রদর্শন করিতেছে না। কিন্তু এই সকলস্থল দৃষ্টান্তস্বরূপ গণ্য করিয়া কেশন বাহপদার্থকে অক্ষিকোটরে ন্যস্ত থাকিতে দেওয়া কোন মতেই বৈধ হয় না; কারণ উহা নিয়মের এক বিপর্য্যয় স্থল মাত্র। একশত মধ্যে নব-নবতি স্থলে, সন্নিবিষ্ট বাহ পদার্থ বহিষ্কৃত না করিলে, অক্ষিকোটরীয় ঝিল্লীতে প্রদাহ এবং পুয়োৎপত্তি হইয় থাকে; আর চক্ষুর অনিবার্ঘ্য অপকারাদিরও সম্পূর্ণ সম্ভাবনা হয়। দ্বিতীয়তঃ, উক্ত আঘাভদ পদার্থ কোনদিগে প্রবিষ্ট হইয়াছে, তাহাও দেখা উচিত। কারণ আমি পুর্ব্বেই বলিয়াছি যে, যদি উক্ত পদার্থ মস্তিষ্কাভিমুখে প্রবিষ্ট হুইয়া থাকে, তবে উহ। এক ভয়ানক বিষয়। এস্থলে আমাদের সাধ্যাসাধ্য নির্ণয় করিয়া, ভাবিফল ( Prognosis) প্রকাশ করিতে সাবধান হওয়া উচিত। বাহদেশে যে পরিমাণে হানি দেখিতে পাওয়া যায়, তদনুসারে আঘাতের ভয়ানকত্ব প্রতীয়মান হয় না। বাস্তবিক সামান্য রূপে পরীক্ষা করিলে, বহিশচর্মে কোনরূপ পেষণ অনুভূত হইবার প্রায়ই সম্ভাবনা থাকে না। কারণ তৎসময়ে অক্ষিপুটদ্বয় সমুন্ধীলিত থাকায়, উক্ত বাহ পদার্থ, আঘাতিত স্থলে বিলক্ষণ কষ্ট প্রদান করতঃ অক্ষিকেটরাভ্যন্তর দিয়া,মস্তিক্ষে উপনীত হওতঃ কোনরূপেই প্রতিভাত হয় না। এই বিষয় নিষ্টার গথরি সাহেব * নিম্নলিখিত দৃষ্টান্তে বলবৎ উদাহৃত করিয়াছেন,—একটা বালক ক্রীড়। করিতে২ দক্ষিণ নেত্রে লোহতার দ্বারা আঘাতিত হয়। উহার বাহদেশে আঘাতের কোন চিত্ন দৃষ্ট হয় নাই, তবে অক্ষিগোলকের উৰ্দ্ধ ও অন্তরস্থ কন্জংটাইভায় যথেষ্ট কিমোসিস ( Chemosis) বিদ্যমান ছিল। এই ঘটনার চারি দিবস পরে রোগী তাহার অসুস্থতা ও শিরোযন্ত্রণ বিদিত করিল। পরে বিশ্রাম-শূন্য ডিলিরিয়ম ( Delirium ) অর্থাৎ প্রলীপ এবং অস্বাভাবিক নিদ্রাগম - (Coma কোম) উপস্থিত হইয়া, ষষ্ঠ দিবসে রোগীর মৃত্যু হইল। উছার মৃত
- “Coulmentaries on Surgery,” p. 374, 6th cdit., 1865,