পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেরিয়ষ্টাইটিস্। ® ዓ শাখায়ও সত্তত যাতনার উদ্রেক হইতে থাকে। কিন্তু তক্ষিকোটরের পেরিয়ষ্টাইটিস রোগে এবম্বিধ কোন লক্ষণ অনুভূত হয় না। • o অক্ষিকোটরের গভীরতর প্রদেশের প্রবল পেরিয়ষ্টাইটিস্ রোগ এবং উহার কোৰিক-ঝিল্লীর প্রদাহ, f এ তদুভয় রোগ নির্ণয় কয়৷ সর্ব্বদ। আতিশয় দুঃসাধ্য হইয় উঠে। এই নিমিত্ত এতদ্বিষয়ে এক প্রকণর মীমাংসা করা আবশ্যক বোধ হইতেছে। প্রথমোক্ত পীড়ায়, উৎপাদিতপূয় অক্ষিকোটর হইতে যদি সত্বর অপনীত না হয়, তবে নিকটবর্তী অস্থিতে নিক্রোলিস ( Necrosis) অর্থাৎ পুতি হইবার সম্ভাবনা থাকে। আর কোৰিক শিল্পীর প্রদাহে প্রায় কোন প্রকার ভয়ের কারণই নাই। অপিচ উপরি লিখিত পেরিয়স্টাইটিস রোগে যদি অক্ষিকেণটরপ্রাচীরে প্রতিচাপ দেওয়া যায়, তাহ হইলে আমরা এমত একটা বিশেষ স্থান অনুভব করিয়া থাকি, যে, তাহণ অতিশয় যন্ত্রণাদায়ক। অপিচ, অক্ষিগোলককে উহার কোটরমধ্যে প্রবেশিত করিলেও উক্ত কোমল স্থান অনুভূত হষ্টতে পারে। আর, প্রথমতঃ যে সময়ে পেরিয়টিয়মের এবং তাছার চতুস্পার্শ্বস্থ কোষিক ঝিল্লীর স্ফীতি স্থগিত হয়, তখন যে দিকে প্রদাহ উপস্থিত হুইয়াছে, অক্ষিগোলক তাহার ঠিক বিপরীতদিকেই বহিঃস্থত হইয়া থাকে। এই নিমিত্তই যদি অক্ষিকোটরের উৰ্দ্ধাংশস্থ পেরিয়স্টিয়ম প্রদাহিত হয়, তৰে অক্ষিগোলক নিম্নদিকে ত্যাসিয়া পড়ে। তার পেরিয়টিয়ম প্রদাহে যেমন যন্ত্রণ। একস্থানেই স্থায়ী থাকে, তাক্ষিকোটরের পরিপ্রসারিত-প্রদাহে (Diffuse inflammation ) উহ। তন্দ্র শ একস্থানে সীম। বদ্ধ থাকে না; সর্ব্বত্র প্রসারিত হইয় পড়ে। অক্ষিপুটের চর্ম গঢ়ৰূপে পীড়িত হয়, এবং পীড়া প্রবল পেরিয়ষ্টাইটিস অপেক্ষ দ্রুতবেগে বৰ্দ্ধিত হইতে থাকে। যাহণহউক, কখনই উক্ত রোগ নির্ণয় করা অতিশয় কঠিন হুইয়া উঠে। এমত কি আমরা সম্যকরূপে রোগের সমস্ত বিষয় তবেগত হইয়া, পরিশেষে পরীক্ষ। ভ্রমণত্মক বলিয়। অবধারণ করিয়৷ থাকি। e চিকিৎসা —আমরা যদি লক্ষণ সকলের আতিশয্য দেখিয়া বিবেচনা করি, যে পেরিসটিয়মের নীচে পুয়েtৎপত্তি হইয়ছে, তবে একটা স্থচ উক্ত স্থানে বিদ্ধ করিয়া, তদ্বিময়ের বিশেষ অনুসন্ধান করা আবশ্যক। যদি পুষ দেখিতে পাই, তবে যাহতে উহ। তনায়াসে বহির্গত হইতে পারে, এই নিমিত্ত উক্ত স্থচিকণর প্রবেশনুসারে সঞ্চিতপুয়-স্থান পর্যন্ত বিদারিত করিয়া দেওয়া. আবশ্যক। এইরূপ না করিলে, নিঃসন্দেহ উক্ত স্থানের ————————————— — ————سیه

  • M. Trousseau on Neuralgia: Medico-Chirurgical Review, vol. xxxiv. p. 255, 1864.
  1. A. Grafe on Exophthalulos: Ophthalmic Review, vol. i. p. 137.