পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-օ অক্ষিকোটরের রোগবিলি লক্ষণ, প্রকাশমান না থাকায়, এই সকল লক্ষণ দ্বারাই যথেষ্টরূপে রোগনির্ণয় হইয়া থাকে। ইতি পরেই দেখিতে পাওয়া যাইবে যে, আমর। এইরূপ পীড়ায় অপর্ণয়ের প্রকৃত স্থান নির্ণয় করিয়৷ নিশ্চিতরূপে বলিতে পারি না। পুর্ব্বোক্তরূপ অবস্থিত য়্যানিউরিজমৃ রোগ ফলাপধায়করূপে আরোগ্য করিবার আশয়ে, কেবল নিম্নলিখিত ব্যবস্থা অবলম্বন করা যাইতে পারে। যেদিগে রোগ হইয়াছে, সেই দিকের সমবস্থায়ী সাধারণ ক্যারোটিড *ast ( Corresponding Common carotid Artery ) fĦzotērā ātri ংবেষ্টন করিয়। বদ্ধন করিতে হয়। এই ধমনীতে অস্ত্র করাও অতিশয় ভয়ঙ্কর। যদি ক্যারোটিড ধমনীতে প্রতিচাপ দিলে, অক্ষিগোলকের ধাপ - ধপায়মান গতি প্রতিৰুদ্ধ ব| ত,ণপীভূত হন, তবেই তথায় আবশ্যকমত অস্ত্রপ্রক্রিয়াদি অবলম্বন করিতে হয়।* ডিফিউজ্বড য়্যানিউরিজম ( Diffused Aneurism ) BBB BB BBB BSBBBB BBBB BBBB BBBS BBBBB BBB রক্তবহণ-নাড়ীর পীড়া ও উদ্ভেদ এবং অক্ষিকোটরের কোৰিক-ঝিল্লীতে রক্তেগৎ প্রবেশ ইত্যাদি কারণে, স্বম্প এক্স অফথ্যালমস উৎপন্ন হইয়া, অক্ষিকোটরের সেলুলার টিমুতে ডিফিউজড বা বিস্তারিত য়ানিউরিজম রোগ সমুৎপাদিত হইতে পারে। ইহাতে অক্ষিগোলক যেমন বহিগত হইতে থাকে, অমনি কনজং টাইভার রক্ত বহু-নাড়ী সকল আরক্তিম ও স্ফীত হয়; এবং তাক্ষিগোলকের চলত। খর্ব্ব হইয়া অভ্যাক্টসে। অক্ষিগোলক থপথপ করে, এবং ধমনীর সন্নিধ্যবর্তী স্থানে আর্টেরিয়্যাল মুফুল ( Arterial Souffle ) শুনিতে পাওয়া যায়। কিন্তু যদি আক্ষিগোলককে উহার কোটরাভিমুখে আস্তেই চাপ দেওয়া যায়, তবে তদ্বিপ শব্দ আর শুনিতে পাওয়া যায় না; এবং ঐ সময় অক্ষিগোলকের ধপধপায়মান গতিও প্রতিৰুদ্ধ হম। কিন্তু প্রতিচাপ দেওয়৷ স্থগিত রাখিলে, ঐ গতি পুনরাগত হয়; এবং তাক্ষিগোলক শনৈঃ২ পূর্ব্বমত বহিঃস্থতাবস্থ। প্রাপ্ত হুইয়া থাকে। 4. অপায়িত হুইবার পরক্ষণেই, যদি তা নীতিত স্থানে এবম্বিধ লক্ষণ সকল প্রকাশমান হয়, তবে অণমাদিগকে এরূপ বিবেচনা করিতে হইবে যে, অক্ষিগোলকের শিথিল কোষিক-ঝিল্লীতে রক্তেগৎ প্রবেশ হইয়াছে; এবং এই উৎ প্রবিষ্ট রক্তচাপের কিয়দংশ তলশোষিত হইয়া, অবশিষ্টাংশ য়্যানি

  • Case of supposed aneurism, by Dr. Morton, successfully treated by ligature of common carotid: Ophthalmic Review, vol. ii. p. 198. Another case is reported by Mr. Poland, Ophthalmic Hospital Repoi ts, vol. ii. p. 219.