পাতা:অগ্নি-বীণা - নজরুল ইসলাম -দ্বিতীয় সংস্করণ.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বাঙ্‌লার অগ্নি-যুগের আদি পুরোহিত সাগ্নিক বীর

শ্রীবারীন্দ্রকুমার ঘোষ

শ্রীশ্রীচরণারবিন্দেষু

অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে।
তাইত তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥
দহন-বনের গহন-চারী—
হায় ঋষি-কোন্ বংশীধারী
নিঙ্‌ড়ে আগুন আন্‌লে বারি
অগ্নি-মরুর মাঝে।
সর্ব্বনাশা কোন্ বাঁশী সে বুঝ্‌তে পারি না যে॥

দুর্ব্বাসা হে! রুদ্র তড়িৎ হান্‌ছিলে বৈশাখে,
হঠাৎ সে কার শুন্‌লে বেণু কদম্বের ঐ শাখে।
বজ্রে তোমার বাজ্‌ল বাঁশী,
বহ্নি হ’ল কান্না হাসি,
সুরের ব্যথায় প্রাণ উদাসী
মন সরেনা কাজে।
তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা রাজে॥

তোমার অগ্নি-পূজারী
স্নেহ-মহিমান্বিত শিষ্য—কাজী নজরুল ইসলাম