পাতা:অগ্নি-বীণা - নজরুল ইসলাম -দ্বিতীয় সংস্করণ.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অগ্নি-বীণা

 আমি দুর্ব‍বার,
আমি  ভেঙে করি সব চূর-মার!
আমি  অনিয়ম, উচ্ছৃঙ্খল,
আমি  দলে যাই যত বন্ধন, যত নিয়ম-কানুন শৃঙ্খল!
আমি মানিনাকো কোন আইন,
আমি  ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মা ইন্
আমি  ধূৰ্জ্জটী, আনি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর,
আমি  বিদ্রোহী আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাতৃর!
  বল বীর—
  চির  উন্নত মম শির!


 আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি,
আমি  পথ-সম্মুখে যাহা পাই যাই চূর্ণি’।
আমি  নৃত্য-পাগল ছন্দ,
আমি  আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ!
আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল,
আমি  চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’
পথে যেতে যেতে চকিতে চমকি’
ফিং দিয়া দিই তিন দোল্!
আমি চপলা-চপল হিন্দোল।
আমি  তাই করি ভাই যখন চাহে এ মন ষা,
করি  শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পঞ্জা
আমি উন্মাদ আমি ঝঞ্ঝা!
আমি  মহামারী, আমি ভীতি ধরিত্রীর।
আমি  শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির-অধীর।