পাতা:অগ্নি-বীণা - নজরুল ইসলাম -দ্বিতীয় সংস্করণ.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রক্তাম্বরধারিণী মা

টুঁটি টিপে মারো অত্যাচারে মা,
গল-হার হোক নীল ফাঁসি,
নয়নে তোমার ধূমকেতু-জ্বালা
উঠুক সরোষে উদ্ভাসি’।
হাস খল খল, দাও করতালি,
বল হর হর শঙ্কর!
আজ হ’তে মা গো অসহায় সম
ক্ষীণ ক্রন্দন সম্বর।
মেখলা ছিঁড়িয়া চাবুক কর মা,
সে চাবুক কর নভ-তড়িৎ
জালিমের বুক বেয়ে খুন ঝ’রে
লালে-লাল হোক শ্বেত হরিৎ।
নিদ্রিত শিবে লাথি মার আজ,
ভাঙো মা ভোলার ভাঙ্-নেশা,
পিয়াও এবার অ-শিব গরল
নীলের সঙ্গে লাল মেশা।
দেখ মা আবার দনুজ দলনী
অশিব-নাশিনী চণ্ডী রূপ;
দেখাও মা ঐ কল্যাণ করই
আনিতে পারে কি বিনাশ-স্তূপ।
শ্বেতশতদল-বাসিনী নয় আজ
রক্তাম্বর-ধারিণী মা,
ধ্বংশের বুকে হাসুক মা তোর
সৃষ্টির নব পূর্ণিমা।


১৩