পাতা:অগ্নি-বীণা - নজরুল ইসলাম -দ্বিতীয় সংস্করণ.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আগমনী

একি  রণ-বাজা বাজে ঘন ঘন—
ঝন  রণরণ রণ ঝনঝন!
সেকি  দমকি’ দমকি’
ধমকি’ ধমকি’
দামা-দ্রিমি-দ্রিমি গমকি’ গমকি’
ওঠে চোটে চোটে, ছোটে লোটে ফোটে
বহ্নি-ফিণিকি চমকি’ চমকি’
ঢাল-তলোয়ারে খনখন!
সদা  গদা ঘোরে বোঁও বনবন
শোঁও শনশন!
একি রণ-বাজা বাজে ঘন ঘন
রণ ঝনঝন ঝন রণরণ!


হৈ  হৈ রব
  ভৈরব
হাঁকে, লাখে লাখে
ঝাঁকে ঝাঁকে ঝাঁকে
লাল  গৈরিক গায় সৈনিক ধায় তালে তালে
ওই পালে পালে,

১৪