পাতা:অগ্নি-বীণা - নজরুল ইসলাম -দ্বিতীয় সংস্করণ.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধরা কাঁপে দাপে;

         জাঁকে    মহাকাল কাঁপে থরথর!
         রণে     কড়কড় কাড়া-খাঁড়া-ঘাত,

শির পিষে হাঁকে রথ-ঘর্ঘর-ধ্বনি ঘররর! 'গুরু গরগর' বোলে ভেরী তূরী, 'হর হর হর' করি চীৎকার ছোটে সুরাসুর-সেনা হনহন! ওঠে ঝন্‌ঝা ঝাপটি দাপটি সাপটি

            হু-হু-হু-হু-হু-হু-শনশন!

ছোটে সুরাসুর-সেনা হনহন!

তাতা থৈথৈ তাতা থৈথৈ খল খল খল নাচে রণ-রঙ্গিণী সঙ্গিনী সাথে,

        ধকধক জ্বলে জ্বলজ্বল

বুকে মুখে চোখে রোষ-হুতাশন!

       রোস্ কোথা শোন্!

ঐ ডম্বরু-ঢোলে ডিমিডিমি বোলে,

      ব্যোম মরুৎ স-অম্বর দোলে,
      মম-বরুণ কী কল-কল্লোলে চলে উতরোলে
      ধ্বংসে মাতিয়া     তাথিয়া তাথিয়া
                   নাচিয়া রঙ্গে! চরণ-ভঙ্গে
                   সৃষ্টি সে টলে টলমল!