Ꮌ☾ জঞ্জীর্ণতা । हैशरभद्र नकल ७लिई विtवंव अन्नैौकिठ ¢य१ ७कभांज अब्रम জল অথবা তং সহ সীমান্ত দুগ্ধ মিশ্রিত করিয়া, সেবন করাইলেই চলিতে পারে। চিকিৎসকের উপদেশ মত, শিশুর শরীরোপযোগী যাহ! তিনি নিৰ্দ্ধারণ করিয়া দিবেন, তাহাই ব্যবহার করন কর্তব্য। শিশুর খাদ্য বলিয়া আজকাল আমাদের দেশেও, কতকগুলি কৃত্রিম খাদ্য প্রস্বতীত হইয়া বাজারে প্রচলিত হইতেছে দেখিতে পাই, কিন্তু উহা সম্যক পরীক্ষিত মহে বলিয়া সহসা কাহাকেও অকুমোদন করিতে পারা যায় না। আমাদের দেশীয় কৃতবিদ্য চিকিৎসকমণ্ডলীকে এখানে অমুযোগ না দিয়া থাকিতে পারলাম না! দেশীয় উপাদানে প্রস্তুতীত, শিশু ও রোগীর খাদ্যগুলির রীতিমত পরীক্ষা হইয়া, উহার দোষগুণ প্রস্তুতকারকগণকে জ্ঞাত করাইলে, আমাদিগের বিশ্বাস ঐ গুলিও বিলাতী খাগুণদি অপেক্ষ কোন অংশে নিকৃষ্ট থাকিতে পারে না ! কিন্তু বড়ই দুঃখের বিষয় যে, এ দেশীয় চিকিৎসকগণ ও বিষযে সামান্য পরিমাণও চেষ্টা করেন না এবং প্রস্তুতকারকগণও চিকিৎসক ও রাসায়নিক বিদ্যায় পারদশীগণের সাহায্য লওয়া উচিত মনে করেন না। ইহাও সামাঙ্ক পরিতাপের বিষয় নহে ! ! যে সে একজন কোন কত্রিম খাদ্ম বাহির করিলেই, সাধারণ লোকে কোন সাহসে তাঙ্ক। রোগী বা শিশুকে অবাধে খাওয়াইতে পারে ? cमनीघ्र कृदिन पूछ. x簿 ভাল দুষ্ক ন পাওয়া যাইলে, যে ব্যবস্ত করা দরকার তাহ। প্ত বলা হইল, কিন্তু যাদ্ধাতে ভাল দুগ্ধ পাওয়; যাইতে পারে
পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/১৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।