পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ર૭ অঞ্জীপতা । উঞ্চ প্রধাণ দেশের লোকের প্রধাণ খাদ্য, অধিক পরিমাণে শর্করাঙ্গাতীয় এবং farinagious তরল প্রকারের হওয়াই কর্ত্তব্য । - শিত অথবা পূর্ণবয়স্ক লোকে যদি স্বল্পাহারে কাল কাটাইতে থাকে, তাহা হইলে দেখিতে পাইবে যে, সে মলিন, শীর্ণ ও দুর্ব্বল হইয়া পড়িতেছে ; সময়ে ২ ঐ দুর্ব্বল অবস্থা হইতে উৎপন্ন উদরাময় অথবা রক্তমাশয় হইয়। মারাও যাইতে পারে। অনুপযু ৫ খাদ্য আহারে অভ্যন্ত শিশুগণে, ঘন ও stachy শ্বেতপারীয় দ্রব্য ব্যবহৃত হইলেই, લાર્નટ: দেখা বায় যে, অজীর্ণত), পেটে বাতাস জমা, কোষ্ঠবদ্ধত অথব। উদরাময় উৎপন্ন হইয়াছে। আরও দেখিবে যে ঐ শিশু শ্বিটুখিটে, বিরক্ত, নিদ্রপৃষ্ঠ হইয়। শুকাইয়। যাইতে থাকে, চর্ম্মে স্ফোটক Eruption দেশ দেয় এবং প্রায়ই মৃত্যুর পূর্ব্বে উৎক্ষেপ convulsion অfরস্ত হয় । হানই রে ;–থাকিলে প্রধাণতঃ প্রথমে কুক্ষিপ্রদেশে বেদন ( চাপে উপশমিত ) লক্ষিত হয় ; কিন্তু দুই এক দিবসের মধ্যে উহ। মিলাইয়। যায় ( Subsides ) এবং এক প্রকার দুর্ব্বলতা ও তীব্র পিপাসা অমুভব করিতে থাকে। এখন মুখমণ্ডল মলিন, দেহ হইতে একপ্রকার দুর্গন্ধ নির্গমন এবং শারীরিক শক্তি সত্বর সম্বর কমিতে আরম্ভ করে। গাত্রের উত্তাপ স্বাভাবিকাপেক্ষ। কমিয়া যায় ; মান সিক শক্তিও সঙ্গে সঙ্গে দুর্ব্বল হইয় পড়ে। প্রথমে লোকটে ভাব, পরে ভীতভাব, এবং তাহা হইতে পরে উন্মাদের ভাব উৎপন্নও হইতে পারে। শক্তিহীনতার এই ভাব ক্রমশঃ লক্ষিত श्राई ८िट्स ब्ल *ीf****