¢२ - অঞ্জীর্ণতা । দ্বারা পাকাশয় পরিস্কৃতিকরণে যে এত অধিক উপকারীতা বর্ত্তমান আছে, তাহ বোধ হয় অনেকেই জ্ঞাত নহেন ! তোম|দের মধ্যে হয়ত অনেকেই এই সমান্য বিষয় পালন করিবার জষ্ঠ, নিজ নিজ চিকিৎসক কর্তৃক আদিষ্ট হইয়াছ, কিন্তু তোমরা তাহ পালন কর। আবঙ্গক বলিয়। মনে কর নাই, অথবা হয়ত অৰ্দ্ধান্তঃকরণে ২: ১ সপ্তাহ মাত্র সখের খাতিরে পালন করিয়া অকর্ত্তব্য বোধে পরিত্যাগ করিয়াছ ! এই স্থানে সহজ ভাষায়, উহার যুক্তিপূর্ণ ঔষধের সংগঠি প্রয়োজনীয়তা সহ ব্যবস্থাপ্রণালী মুদ্রিত দেখিতে পাইলে ; নিয়মিত ভাবে সর্ব্বাস্তুকরণে ইহ। মানিয়া চলিতে থাক, তাহ। হইলেই দেখিবে যে তোমার চিকিৎসক ব্যবস্থিত ঔষধ ব্যবহারে পূর্বাপেক্ষ অধিক ফল পাইতেছ ও যখন তখন আর উহ। ব্যবহারেরও অবখ্যক হইবে না । উক্ত ব্যবস্থায় তোমার পাকাশয় পরিস্তুত হইয়া ময়লা বর্জিত থাকিবে এবং তাহার ফলস্বরূপ তুমি ও তোমার চিকিৎসক উভয়েই আনন্দিত হইবে। তাই বলি যে, ডিস্পেপ টিক অর্থাৎ অজীর্ণ রোগাক্রান্ত ব্যক্তি যেন কদাচ এই প্রথা অবলম্বনে বিস্কৃত না হয়েন ; নিত্য নৈমিত্তিক দস্তুধাবণ, হস্তপদাদি প্রক্ষালন ও স্নানাদি যেমন অবখ্য কর্ত্তব্য বলিয়া জ্ঞাত আছ, সেইরূপ ইহাও তোমার প্রাত্যহিক কর্ত্তব্য বোধে পালন করিয়া যাইবে । " - সকলেই প্রায় বিবেচনা করিয়া থাকেন যে, অঙ্গীর্ণতা শুদ্ধ পাকাশয়েরই কোন প্রকার দোষাদি হইতে উৎপন্ন হই থাকে ; এই ধারণ যে ভ্রমাত্মক তাহ আমরা পূর্ব্বেই দেখাইয়। আসিয়াছি। ঐ দোষ যে মুখগহবরেরও হইতে পারে এবং পরি
পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।