জীর্ণক্রিয়ায় পিত্ত। ' @\母 পাক যন্ত্রাদির সুস্থকার্য্য নির্ব্বাহ কল্পে, শরীরবিgানের সাধারণ স্বাস্থাও যে সমধিক প্রয়োজনে আসিয়া থাকে তাহ আমরা দেখিয়াছি। জীর্ণক্রিয় মুখগহবরে আরস্থিত হইয়া পাকাশয়ে বিশেষরূপে অগ্রগামী হয়, কিন্তু তথায় উহা সম্পূর্ণ হয় না ; ঘকৃত হইতে নিঃস্থত পিত্তরস, ক্লোম্ ( pancreas ) হইতে আবিত ক্লোম- জীর্ণক্রিয় অস্ত্রমধ্যে রস, এবং অন্ত্রের নিজ গণ্ডাদি ប្លក្ស្មី fvद्ध tfमें ब्र वृीद्वt नमाँ ध्रु হইতে নিঃস্থত এক প্রকার রস—এই ፱፻ ! সমুদয় জীর্ণ কারক রস, পাকাশয় হইতে বহির্গত ভুক্ত পদার্থের সহ, অন্ত্রপথে মিলিত হইয় পড়ে এবং তথায় সকলের একত্র মিলিত শক্তি দ্বারা, জীর্ণকার্য্য সম্পন্ন করে। যখনই উক্ত রসের কোন একটি, পরিমাণে অথবা গুণবত্তায় {Quality), পর্য্যাপ্তহীন হইয়া পড়ে, তখনই চিকিৎসকের সাহায্য লইয়। উপযুক্ত ব্যবস্থা প্রতিপালনে সেই সেই যন্ত্র গুলি পুনরায় সুস্থাবস্থায় আনয়ন চেষ্টা করা অবগু কর্ত্তব্য। পুস্তকের ভূমিকায় আমরা বলিয়া আসিয়াছি যে, ইহা জীর্ণ যস্থাদির স্বচ্ছলতাবলম্বনের উপায় প্রদর্শক মাত্র ; ইহার প্রদর্শিতু পণে যদি কেহ অবহিতচিত্তে চলিতে পারেন, তাহ হইলে আমরা নিশ্চয়ই বলিতে পারি যে, ঐ সমৃদি বিপথগামী হইবার সন্তাবন। মোটেই পাইবে না । আমর, পূর্ব্বেই বলিয়া আসিয়াছি যে, পাকাশয়টি সম্পূর্ণ আমাদের আয়ত্বাধীন—দেহের অনান্য যন্ত্রাদি যথা—যকৃৎ, ক্লোশ , * (Pancreas), অস্ত্র প্রভৃতি কোনটিই উহার মত অন্মগত নহে ;
পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।