পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 ইহাদেৱ কার্য্যাবলী একটু জটিল। “পাকাশয়ে অজীর্ণতা" প্রভাবে পূর্ব্বে ৰাখ বর্তি হইয়াছে, যদি তাহ সঠিকৰূপে প্রতিপালিত হয়, তাহা হইলে ভুক্ত পদার্থ অস্ত্রমধ্যে মুজীর্ণবস্থায় প্রবেশ করিয়া, তথায় উহার কার্ষ্য সম্পূর্ণরূপে সমাধা করিতে পরিবে ; সুতরাং অজীর্ণজনিত জার কোন প্রকার ক্লেশই পাইতে হইবে পক্ষিণের সহ বন্ধল। পাকাশয়ের সুস্থ কার্য্যাদি সম্প- ভtদির সম্বন্ধ দন উদ্দেশ্বে যে ষে নিয়মাদি প্রতিপালন করিতে উপদেশাদি দেওয়া হইয়াছে, তাহ সমুদয়ই যকৃৎ ও অক্সের ও পরিপোষক বলিয়া জানিৰে | এজন্য পাকাশয়ে জীর্ণকার্য্যের সুফল উৎপাদন জন্য নিয়মাদি প্রতিপালনে, অস্ত্রমধ্যে জীর্ণকার্য্যেরও সহায়ত সাধিত হইতেছে দেখিতে পাইবে । তবেই দেখা যাইতেছে একের কার্য্য অঙ্কের উপর সমধিক ভাবে নির্ভর করিতেছ, সুতরাং একটির সুব্যবস্থা করিলেই অন্তটির সুব্যবস্থা আপন হইতেই হইবে । অজীর্ণ রোগীর সংখ্যা আজকাল অত্যধিক বৃদ্ধি পাইয়াছে, বিশেষতঃ সহরে ( শতকরা ৮•।৯০ জন বলিলেও চলিতে পারে) সুতরাং এই বিষরের গুরুত্ববিধায় প্রতিবিধানকল্পে আমরা আবারও বলিতে বাধ্য হইতেছি যে, এই পুস্তক লিখিত পূর্ববর্ণিত উপদেশাদি প্রতিপালন করা এবং পরে যে সমুদয় বিষয় বর্ণিত হইবে অর্থাৎ কোন ২ জাহারীয় বন্ধ সহজ পরিপাচ্য এবং কোন গুলিই বা কুম্পাচ্য, কোন জিনিস জাহার করা জানবেই উচিত নহে, কোন দ্রব্য বা স্ববিচার পূর্বক ( with discretion) জাহার করা কর্তব্য (অবঞ্চ সকল প্রকার খাম এবং পানীয়ই discretion সন্ধ তোজন