জন্ত্রের রাসায়নিক কার্য্য । &q উহা সঙ্গত হইয়া রক্তের আধিক্য জন্মটুতেছে। এইরূপে শরীরের অন্যাংশের আচলিত রক্ত ধাবিত হইয়া, শতকরা ৯০ স্থলে যকৃতেই সঞ্জত হইয়া থাকে এবং ইহারই ফলস্বরূপ যকৃত রক্তাধিক্য যুক্ত, পিত্তের স্বাভাবিক নিঃসরণ বাধ৷ প্রান্ত_ত্তপিভিয়ভাব ( biliousness ) এবং অজীর্ণতা দেখা যায়। মুখ– গহবর ও পাকযন্ত্রের পরিপাকক্রিয়ার কায়, এই অস্ত্রপথের পরিপাক কার্যাও,অংশত রাসায়নিক ও অংশত মেকানিক্যাল উপায়ে বিভক্ত জানিবে । পিত্ত, ক্লোম এবং অন্ত্রের নিজ গাত্র নিঃস্বত রসাদির মিলিতশক্তি দ্বারা ভুক্তদ্রব্য পরিপাচিত এবং এরূপ পরিবর্তিত হয় যে,সহজেই শরীরে অবচুৰিত (absorbed) হইয়া পরিপোষণ যোগ্য হইয়া থাকে । যে প্রক্রিয়ার দ্বার। ইহা সাধিত হয়, তাহাই অস্ত্রমৰে পরিপাকের অন্ত্রের রাসায়নিক পরিপাক উপায় ब्रjम्ब्रनिक कtér বলিয়া জানিবে । পিত্তের নিঃসরণ fক্রয়া, পরিমাণে--অতি স্বল্প ও নহে অথবা अङि श्रशिक ७ नग्नश्--७ श*वडग्रि १र्षा ६ कड्राइंगूठ हल्ले८ण, উপরে যে উপদেশাদি দেওয়া হইয়াছে (অর্থাৎ কোন ক্রন্থেই যকৃতের কার্য্যে বাধা প্রাপ্ত হইতে না দেওয়) তাহ মবঙ্গই পালন করিতে হইবে ; ইহা করিলেই দেখিবে যে খর্ব্বতের কোন প্রকার গোলযোগ হেতু আর পরিপাক জন্মিতে পারিবে না। ক্লোম ও অন্ত্রের নিঃসৃত রস পর্য্যাপ্ত পরিমাণেও উত্তম প্রকৃতির ( Quality) বজায় রাখিতে হইলে, মুখগহ্বর ও পাকাশয়ের পরিপাক ক্রিয়। তালরূপে স্বাস্থাতে সম্পন্ন হইতে পারে তাছা করিলেই চলিবে । @
পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।