ه/e তাই ! সংসারের মায়া কাটাইয়া মহাপ্রয়াণ করিবার সময়, তুমি আমাদের সকলের নিকট হইতেই বিদায় লইয়া গিয়াছ! কিন্তু আমরা–সংসারের দগ্ধজীব—প্রতিনিয়ত জালাযন্ত্রণা ভোগে নিযুক্ত থাকায়, আমাদেরই ন্যায় রক্তমাংসের শরীরবিশিষ্ট তোমাকে উহা এড়াইতে দেখিয়া, স্বাধবশে তোমার মুক্তির পথে বাধা দিবার জন্য, কাদিতে ব্যস্ত থাকায় তখন তোমায় আশীবাদ করিতে পারি নাই! তাই মুক্তকণ্ঠে আশীর্ব্বাদচ্ছলে তোমার স্নেহময় নামের মধুর স্মৃতি জাগাইয়া রাখিবার জন্য আমার এই ক্ষুদ্র পুস্তকখানি তোমার নামে উৎসর্গ করিলাম। ইহার কিয়দংশ তোমার জীবদ্দশাতেই লিখিত হইয়াছিল, কিন্তু হায় ! তখন ভাবি নাই যে, এই ভাবে ইহার পরিসমাপ্তি হইবে !! আমার সম্পৰ্কীয় সমুদয় জিনিষই জীবিতকালে তুমি মুনয়নে দেখিতে ! তুমি এখন সুদুর দেবলোকে থাকিলেও যেইহা পূর্কের স্থায় তোমার শ্রদ্ধা আকর্ষণ করিতে পারিবে তাহা আমি জানি, তাই অঙ্গ কাহাকেও না দিয়া তোমার উদ্দেশেই ইহা প্রদান করিলাম । 4. তোমার আত্মার চির মঙ্গলাকাঙ্কী— ঐজ্ঞানেন্দ্রকুমার মৈত্র ।
পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।