পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিয়া বৈরাগ্যাশ্রয় করত নস্বর দেহ ত্যাগ করেন, অতএব এই লক্ষ্মণ বঙ্গ দেশের হিন্দু রাজার শেষ সামুটি, তদবধি যদ্যপি অনেক বৎসর পর্যস্ত বিষ্ণুপুর, এবং সুবর্ণগ্রাম, স্বাধীন ছিল, অর্থাং সে সমস্ত স্থানীয় রাজার পরাজিত হন নাই, তথাপি দেশ যবনাধিকার গণ্য, এবং যবন রজাদিগের ইতিহাসে বর্থতার পরলোক গমন করিলে তাহার উত্তরাধিকারির, স্বাধীন রাজোপাধি গ্রহণ করত সিংহাসনোপবিষ্ট হওয়াতে, দিল্লীশ্বর কৃতবুদান ক্রুদ্ধ ইয়াসৈন্য প্রেরণ করত, জয়দ্বার আলাবুদিকে সুবাদার রূপে বঙ্গদেশে স্থাপিত করেন, পরে কুতবুদিনের পর লোক ইলে, আলবুদিন স্বাধীন হন, তাঙ্গকে মারিয়াগেয়াস উদ্দিন হন, তাঙ্গার ১১ বৎসর উত্তম ৰূপ স্বাধীন রাজ শাসনের পর, পুনরায় দিল্লী হইতে সৈন্য আসিয়া গেয়াসউদিকে রণ স্থলে সংস্কার করিয়া, অন্য এক জনকে নবাব করে, এইৰূপ ব্যাপার প্রায় তাবৎ কাল ব্যাপ্ত ইহার মধ্যে হিন্দু গণেশ নামে এবংতংপুএ চেতমল কিছু কাল বঙ্গদেশের সিংহাসনোপবিষ্ট চষ্টয়াছিলেন,পরে ১৬৮৭ শকাব্দে ইংলণ্ডীয় রাজার অধীন হয় প্র । ইওরোপীয় দিগের এদেশে অবস্থিতির কারণ কি এবং কোন সময়ে হয় । উ। ১২২৪ শকাবে অথবী তৎ সমকালে, যখন দিল্লীর সিংহ সনস্থ আকবর সাক্ষার লোকান্তর হইল, তখন প্রথম বাণিজ্যর্থ পর্ট গিসেরা এদেশে আসিয় বাস করিয়াছিল, তাছার পশ্চাৎ ওঁলোন্দাজের, পর্ট গিসের সহিত যুদ্ধ করে, তদনন্তর ইংরজি