পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উ । এজেলার উত্তর সীম বীরভূম ও রাজসঙ্গীর জেলা,দক্ষিণ মেদিনীপুর,ও হুগলি জেলা, পূর্ব্ব গঙ্গা,পশ্চিমে ঐ মেদিনীপুর, লোকসংখ্যা ২ লক্ষ,তাহার ৭% হিন্দুgযবনভূমি অতিউর্ব্বপ্ন উৎপন্ন দ্রব্য ভূল রোগ নীল শস্য অধিক,প্রধান গ্রাম বদ্ধমান কাঞ্চননগর, কাটয়, অম্বিক, গুপ্তপাড়া, ক্ষীরপাই, নদী গঙ্গ দামোদর, শেষোক্ত নদীর ধারার ব্যুৎফ্রম পূর্ব্বাপেক্ষ হইয়াছে ভুগলি ও কাটোয়। মুখে নান গথ ड ওয়তে এজেলাতে বাণিজ্য কর্মের অনেক বৃদ্ধি প্রযুক্ত সৌভাগ্যবস্থা, দুর্ভাগেরমধ্যে নৌক গমনাগমনের পথ নাই । প্র। জেলা জঙ্গলমহলের বিবরণ কি। উ। ইহার উত্তর সীম বীরভূম,দক্ষিণসীম মেদিনীপুর,পূর্ব সীমা ভুগলি ও বদ্ধমান,উত্তর পশ্চিম এবং পশ্চিম সীমা প্লামগড় ও চোটনাগপুর, ৩২ বৎসর উইল বীরভূম মেদিনীপুর এবং । लक्मनि ं डिम ८ऊलः इंख् ख्रच्छलम्ठल नृङन ८छलः झब्र, এজেলার প্রধান নদী দামোদর অজয়,শিলাইদানকাশ্বর,কসাই, প্রধান নগর বাঁকুড় তাহার বিচার স্থান । বিষ্ণুপুরের রাজীৱ যত রাজ্য ছিল তাক সকল এই জেলার অন্তর্গত, বিষ্ণুপুর প্রাচীন নগর,তাছার রাজ ১০১৯ বৎসর স্বাধীন ৰূপে রাজ্য করে ১৬৪৭ শকাব্দে জাফরর্থার রাজ্যকালীন স্বাধীনতার বিনাশ হয় এক্ষণে কিয়দংশ বদ্ধমানের রাজা এবং কতক কোম্পানী বাহাদুর ক্রয় করিয়া সমুলস্য বিনশ্যতিতত্রস্থ রাজ রাজপুত বংশ,এবং৫৬ পুরুষ ক্রমিক রাজ্য করিয়াছিল।