পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লৌহ উত্তম প্রযুক্ত, তাছাই ব্যবহার্ষ, এজেলার, প্রধান নার সিউড়ি, নাগোর, সুন্ধল, বৈদ্যনাথ, ইত্যাদি সিউড়িতে বিচার স্থান, নাগোর যবমাধিকারে কাছারি ছিল, সুৰলৈ কোম্পানীর কুঠী,বৈদ্যনাথ তীর্থ, প্রধান নদী মোড়, অজয়, এমেলাতে বর্ষ। ভিন্ন নৌক৷ গমনাগমন হয় ন । প্র। পূর্ণয়া জেলার বিবরণ কি। উ। উত্তর সামামেরঙ্গ পর্ব্বত, দক্ষিণ সীম ভাগলপুরাজলা ও পদ্মানী, পূর্ব সীমা দিনাজপুর, পশ্চিম ত্রিহেত জেল,পূর্ব্ব কালে ইহার নাম ধর্মপুর ছিল, সেলার লোকসংখ্যা ২৯০০০০০ লক্ষ তাঙ্গার iw হিন্দু ৮ যবন, উৎপন্ন দ্রব্য বৃহৎ২ বলদ,ধান্য নীল, ঘূত তৈল,গোম, এবং মালদা, প্রধান নগর পূর্ণিয়া,নাথ পুর, কস্ৰ, ভঙ্গর বিচার স্থান পূর্ণিয, প্রধান নদীকূষী, কঙ্ক, এই দুই নদী নপালের পাহাড় হইতে আসিয়। গঙ্গায় মিলিত হইয়াছে, ঐনদী দিয়া সালকাষ্ঠ অ'ইসে ! প্র ৷ ভাগলপুর জেলার বিবরণ কি। উ উস্তুর সীম ত্রিহেত ও পূর্ণয় জেল], পূর্ব্ব সীমা রামগড় ও বীরভূম জেল, পশ্চিম সীমা বেহার ও রামগড় জেলা, লোক সংখ্যা ২০ লক্ষের অধিক, তাঙ্গর দল হিন্দু , যবন, উৎপন্ন দ্রব্য ধন্য, ও কাগম, গোম, যব আলু,নীল, কিন্তু এখানে লোক অধিক প্রযুক্ত খাদ্যোৎপাত্ত প্রচুর নহে, প্রধান নগর ভাগলপুর,রাজমহল, মুঙ্গের, তাহার ভাগলপুর বিচারস্থান,মুঙ্গেরে পর্ব্ব কালের একদৃগ আছে, রাজমহল পূর্ব্বকালে রাজধানী ছিল