পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এস্থামে পাহাড়ী আসিয়া বাণিজ্য করে। প্র জেলা দিনাজপুরের বিবরণ কি ৷ উ। পূর্ব্ব সীমা রঙ্গপুর, পশ্চিম সীনা পূর্ণ্যি, দক্ষিণ সীমা রাজসঙ্গী, এ জেলা ত্রিকোণ এজনে তিন দিকের সীম লেখযায় লোকসংখ্যা ৩ লক্ষ, তাহার ৮ যবন 19 হিন্দু, প্রায় ভাবতেই मूर्श, উৎপন্ন দ্রব্য ধান্য, পাটফেষ্টি, কোঁচড়, তামাকু,ভিল কাগজ চাটাই, মেকলি যুক্ত, প্রধান নগর দিনাজপুর, মালদহ, রাজগঞ্জ, ভবানীপুর, ভাস্কার দিনাজপুর বিচার স্থান, প্রধান নদী মহানন্দা, পুনর্ভবা, এখানকার তাৰং ইষ্টকালয় গৌড়নগ রের ইন্টক লইয়াই হয় ।] প্র । জেল রঙ্গপুরের বিবরণ কি ! উ। এই জল বঙ্গদেশের উত্তর সীমা, সুতরাং ইহার উত্তর সীম কোচ ও ভোটের দেশ, দক্ষিণ সীমা মৈমনসিংহ, ও রাজসঙ্গী, পর্ব্ব সীমা আসাম, ও গারোপর্ব্বত, পশ্চিম সীম) দিনাঙ্ক পুর, লোকসংখ্যা ২৭ লক্ষ, ভাস্কার অৰ্দ্ধেক হিন্দু অৰ্দ্ধেক যবন, উৎপন্ন দ্রব্য চূর্ণ,পান,গোম, বাশ, তামাক, পলুপোক,লাহার পোকা, বায়ু, হস্তী, ভল্লক, বানর, এই সকল হিংসু পশু পর্ব্বতে বিস্তর, প্রধান নগর রঙ্গপুর, ধাপ, গোয়ালপাড়া,মজল হাট, তাহার ধাপে বিচার স্থান, শেষোক্ত স্থানে আসাম দেশী রার অসিয়া বাণিজ্য করে, প্রধান নদী তিয়া it সমাপ্তঃ ॥