se জ্যোতিব ! স,ার শেষাংশ চন্দ্রপাত স্থলগামী হয়ন তৰে চন্দ্র দ্বার সূর্য্য আচ্ছাদিত হওয়াতে সূর্যগুহণ হয় সূর্য্যসদ প্রবহ বায়ুগতিক্রমে পশ্চিম মুখে গমন করেন সুতরাং পৃথিবীর আকাশগামী ছায়। মুর্যর নায় গতিতে সুর্য হইতে ছয় রাশি অন্তরে পূর্বদিক গামী ছয় চন্দ্র মাপন গতির অনুসারে পূর্বমুখে সূর্য্যাপেক্ষায় শীতু গমন করাতে পশ্চিমদিক হইতে তাহার পূর্বদিক স্থিত পৃথিবীর ছায়াতে প্রবিষ্ট হয়েন অতএব চন্দ্রগুক্ষণের আরম্ভ পূর্ব্বদিকে আর যুক্ত পশ্চিমদিকে হয়। চন্দ্র আপন গতিক্রমে পাতস্থলে পূর্ব্বমুখে গমন করতে পশ্চিমদিকে হইতে তাহার সন্মুখ স্থিত সুর্যের আচ্ছাদন করিতে সারস্ত করেন তৎপ্রযুক্ত সুষ্যগুহণ পশ্চিমে আরম্ভ এবং পূর্ব্বাংশে যুক্তি হয় । ইঙ্গ প্রসিদ্ধ আছে যে যখন এই বঙ্গদেশে মধ্যাহ হয় তখন তাহার পূর্ব্বদিকে অস্তকাল হয় আর পশ্চিমে ই-লগুদশে প্রাতঃকাল হয় অতএব সর্ব্বদেশে এক কালীন সূর্য্যাদি দশন হইত পারে ন এবং উদয় ও অস্তের কাল সর্ব্ব দেশে এক হইতে পারে না এই রীতি ক্রমে নানা দেশে তিথি নক্ষত্রমান এবং গৃহস্ফুট প্রভূ তির বিশেষ হয় আর গুহণ প্রভৃতির কোথাও দর্শন কোথাওব। অদর্শন হয় । উত্তর এবং দক্ষিণ কেন্দ্রে ছয় মাস সূর্য্যোদয় হয় অপর ছয় মাস হয় না । প্র । মেঘ কি । উ । তাবৎ পৃথিবীর এবং সমুদ্রের বাষ্প তেজ। পদার্থের আকর্ষণ শক্তি দ্বারাক্রমোন্ধৰ্ব বায়ুতে জল সঞ্চয় অথবা শুক্ষ
পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।