পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তরস্থ লোকের নিরন্তর উত্তরগত এবং দক্ষিণস্থ লোকের দক্ষিণগত বায়ু প্রাপ্ত ইয়। থাকে । মধ্যস্থানীয় বায়ু উত্ত্বে উঠিয়া পুনরায় স্থিরবায়ুর সমানত রাখিবার নিমিত্তে কেন্দ্রে উপস্থিত হয় । ইহার এক প্রমাণ দশাইতে পার। যায় যদি কোন গৃহের কপাট ৰুদ্ধ করিয়। ঐ কপাটের উদ্ধ এবং অধঃস্থানে দুই ছিদ্র থাকে আর ঐ ছিদ্র নিকটে প্রদীপ রাখা যায় তুৰে দেখিব নিয়র দীপশিখ, ভিতরদিকে হেলিবেক এবং উপ রের বাহির দিকে যাইবেক ইহার তাৎপর্য, এই যে গৃহস্থ বায়ু রঙ্কিত অপেক্ষ উষ্ণ ও লঘু হেতু উপরের ছিদ্র দিয়া নিগত * হইয়া যায় এবং তাছা পূরণ করতে নীচের ছিদ্র দিয়া শীতল ও গুরুবায়ু প্রবিষ্ট হয় । প্র । উলঙ্ক কি পদার্থ। উ । অচির অথচ মিশ্রিত কোন দ্রব্য বিশেষ তাকাশে অভ সমান তাঙ্গ তথ স্থানস্থ কোন দৃশ্যবস্তু দ্বার। বিনির্ম্মত এবং মানীকারে প্রকাশিত এবং ইহা প্রকার ত্রয়ে বিভক্ত যথা তেজঃ ব্যোম এবং তাপ সম্বন্ধীয়। প্র । বিদ্যুৎ কি ৷ উ । কোন প্রশস্ত উজ্জল শিখা বায়ু সহকারে অধিক पूब কটিত অচিরস্থায়িত্বৰূপে সগর্জন বেগগামিনী হয় উৎপত্ত্বির কারণ বায়ুনিৰূপিত ৰূপে আকৰ্ষিত হইয়াবিশেষ মেঘোৎপত্তি হইলে তদাকর্ষণ প্রতিকূলতাচরণপূর্বক সন্নিহিত হইয়ানিগত श्झ li