পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূগোল। Tভত আকৰ্ষণ শক্তি এবং উপরের বায়ুর ভরের দ্বারা আকুঞ্চিত প্রযুক্ত,উপরের বায়ু অপেক্ষ নীচের বায়ু ঘন। প্র । ইহার প্রমাণ কি it উ। আপাতকএক দৃষ্টান্তযেমন ধূম,এবং বাষ্প উপরে উঠিয়া যায় । পৃথিবী বেষ্টিত যে আকুঞ্চিতবায়ু তদপেক্ষ তাছারা লঘু, যেমন সোলা কিম্বা তৈল জলে পণ্ডিলে গঙ্গর ভাসিয় উঠে, জলেতে এবং বায়ুতে ভিন্নত এইযে জলের ভর সর্বত্র সমান, বায়ু যত উদ্ধে গমন করে ততই লাঘব অতএব যে স্থান পর্যন্ত বায়ুর ভরের সহিত ধুম এবং বাম্পের ভার সমান নহয়,তত দূর উঠিয়া স্থির হয়, বায়ু অপেক্ষ ধূমের লঘুত হওয়ার আর এক কারণ এই,যে অগ্নির সংযোগে তাবদুবেরি পরমাণুকে ছিন্ন ভিন্ন করিয়া আয়তন বৃদ্ধি করে, সুতরাং লঘু হয়,তদ্রুপ বায়ুকেও লঘু করে, অতএব উষ্ণবায়ু লঘু প্রযুক্ত তং সমভিব্যঙ্গারে যে বস্তু দগ্ধ হইতে থাকে,তাহার পরমাণু সকল বাপ কর হুইয়। ইন্ধেগমন করে,যখন ঐউষ্ণ বায়ুর সহিত শীতল বায়ু মিশ্রিত হয় তখন ঐবাষ্প মধ্যের স্থল পদার্থ বাধা পাইয় তাহাতে বুল ও ভূসা হয় এই গতিক্রমে বেলুন যন্ত্র অর্থাৎ ফানস উদ্ধে উঠিয়া ধীয় 11 . প্র । আমরা যাহার উপর স্থিতি করিতেছি এপৃথিবী কি চির কাল আছে ৷ উ। পুরাণ মতে তাবৎ বস্তুর সৃষ্টি স্থিতি নাশের ন্যায় জগতের সৃষ্টি স্থিতি নাশ বারম্বার কল্পনা করেন,কিন্তু ন্যায়বাদির