মহাপ্রলয় কম্পনা করেন না,কছেন পৃথিবী চিরকাল আছে,জল প্লাবন ইত্যাদি দ্বারা কোনই দেশ বা দ্বীপ নাশ হইতে পারে, তাৰং পৃথিবীর নাশ অসম্ভৰ। ইওরোপীয় পণ্ডিতেরা ৫৮৩৮ কেহব ৫৮৪২ এই মত বৎসর সৃষ্টি কম্পন করেন,ভারতবর্ষীয় জ্যোতিষ বক্তরা ৩৮৯২৯৩৯ বৎসর সৃষ্টি কহেন অতএব ইওরোপীয় পণ্ডিত দিগের এতদ্রুপ অল্পকাল কৎপনার ছেত্ত্ব এই বোধ হইতে পারে, যে তদন্তৰ্গত দেশে ইতিহাসাদি লিখিবার রীতি কিম্বা সভ্যতা অথব কর্ষণোপযোগী উক্ত কালাবস্থিতই হুইৰেক, জ্যোতিষ বক্তারে। এতদ্রুপ দীর্ঘকাল বম্বুেদবিদ্বুেদ পৌরাণিকের কথিত প্রাপ্ত পুরাণ মতের রাজাদিগের নাম পৃথক ব্যক্তি এবং তাছার দিগের জীবদ্দশার কাল মনুষ্যাদির নfায় সংখ্যা বিবেচনায় তাদৃক কাল যদ্যপি অসম্ভব উক, তত্রাপি ৪৮৩৮ বৎসর পেক্ষ অনেক অধিক বোধ হয়,যে হেতুক প্রায় উক্ত সংখ্যক কলিযুগাদ, তা যুধিষ্ঠিরের স্বৰ্গরোহণের পর এবং তৎকালাবধি দিল্লীশ্বরের নাম প্রায় যাজল্যমান,এবং শক নিৰূপিত দৃষ্ট হইতেছে,ইঙ্গর পূর্ণ সত্যযুগে বৃক্ষ অবধি অনেক ঋষির নাম এবং সূর্যবংশীয় ও চন্দুবংশীয় শাখায় অনেক রাজার নাম দেখা যায়, তস্মাৎ সৃষ্টি প্রথম কেবল ৫••• পাচ হাজার বৎসর সম্ভব বোধ হয় না,এবং তদ্রুপ ৩৮৯২৯৩৯ বৎ সরের ইতিহাস শ্রেণী পুর্ব্বক, আর পৌরাণিকের মতের ঋষিদিগের আয়ু যদি তন্দ্রপদীর্ঘ বিশ্বাস না করা হয়,তৰে সৃষ্টি কত কাল ইহা স্থির বলা হয় না এবং কোন দেশ অধিক কাল কোন
পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।