পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিক ইতিহাসানুসারে, যুদ্ধ, হত্য, লুট, ইত্যাদিতে পরিপূর্ণ সর্ব্বদা এদেশকে উপত্রবে ব্যাপ্ত করিয়াছিল, এবং হিন্দুদিগের ধর্ম্ম বলপূর্বক নষ্ট করিত, পরে ইংরাজ লোকের প্রাপ্তির পর আট বৎসর পয্যন্ত, চোর ডাকাইভের দৌরাত্ম্য প্রভৃতি অনেক অরাজকের ন্যায় হইয়া, ইং ১৭৭২সালে নূতন আইন দ্বারাভাছ श्रृकिङ क्लश, उश्लर्थि সুস্থির ক্রমশঃ দেশের সৌভাগ্য একপ্রকার পরাধীন হইয়াও, গ্রজ সমস্ত সুখে কালযাপন করিতেছে,কিন্তু ধর্ম্মলৈাপ বিষয়ে, ইং ১৭৯৯ সালে এদেশে মিসিনরি স্থাপিত হইয়া, সে কর্ম্ম পুনর্জীবিত, এক্ষণে তাঙ্গার হিন্দুদিগের জকর্মাণ অধার্ম্মিক ক্ষুদ্র ইত্যাদি নাম কথাকচিয় এবং গ্রন্থ রচনা করিয়া ন্দুি বালক দিগকে অধ্যয়ন এবং উপদেশ দ্বারা ক্রমশ সৃস্থির রূপে এক প্রকার বল প্রকাশ বটে। ৷ এই সময়ে তৈমুর তাইসে ।