এপৃথিবীর নির্মাণকর্ত্ত পরমেশ্বর, স্বনির্ম্মিত পৃথিবী কখন কাহা কেও দান করেন নাই, ও বিক্রয় করেন নাই, অতএব এই পৃথিবী পরমেশ্বরেরী, পরমেশ্বরেছু নুসার স্বকীয় পৃথিবী পালনার্থে যখন যে রাজপদে স্থাপিত হয়, তখন তাহার উপযুক্ত এই হয়, যে শাস্ত্রোক্ত রাজধর্ম্মানুস্মরণপূর্বক অধর্ম্ম নিবারণ, ওধর্মসংস্থা পল করণক, দুষ্ট দমন, ও শিষ্ট প্রতিপালনাথ, প্রজা লোকেদের হইতে নিয়মিত করগ্রহণ করত, এপথিবীর পালন করেন, সকল রাজ ধর্ম্মের তাৎপর্যার্থ এই, তাদৃশ রাজধর্ম্ম বিপরীতকারী শিশ্নোদর মাত্র পরায়ণ, স্বভাগুর পরিপূর্ণার্থে ইষ্টাচার করগ্রাহী প্রমত্ত যে কিংরাজা, সে কৃত সুর্যপান বৃশ্চিকদষ্ট ভূত বিষ্ট বানর ন্যায় ব্যাকুল হয়, এমনুয। লে কে যদি কেহ কোন ক্ষুদ্রতর পুরুষের দ্রব্যেতে স্বকীয় জ্ঞান করিয়া যথেষ্টাচরণ করে, সে ইহলোকে রাজদণ্ড ও অকীর্ত্তিভাগী হুইয়া, পরলোকে বহুম্ভর কাল পর্যন্ত নরকভাগী হয়, এপৃথিবী জগদীশ্বরের, ইছাতে আমার এপৃথিবী এতাদৃশ বুদ্ধিকারীযে প্রমত্ত,উচুস্থল, যথেষ্ট চারী, কিংরাজা, তাহার কথা কি কহিব, অতএব উপরে দৃষ্টি করিলেবিলক্ষণ উপলব্ধি হইবেক, যে কলিযুগারম্ভাবধিযুধিষ্ঠির প্রভৃতি যে কয়েক জম ধর্ম্মশীল রাজ হইয়াছিলেম, তাহারাই বহুকাল সুখে রাজ্যভোগ করিয়াছিলেন,এবং তদধিকারে প্রজ সমস্তও স্বৰ্ছন্দে ছিলেন, ক্রমশঃ অধর্ম্মের বাহুল্য যেমত২ হইতেছে, তেমনি শীঘুং রাজার পতন দৃষ্ট হইতেছে, যবনাধিকারে তদ্রুপ বিস্তর, বিশেষ তাহারদিগের ইতিহাসাদি শ্রৰণ কৰিলে,
পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।