এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
لاه হীত হইবে না। এবম্বিধ বহুবিধ বিচার পূ: ধ্বক এই স্থির করা গেল, ষে বাল্মীকি প্রণীত কোন ক্ষুদ্র কাব্য প্রথমতঃ সাধারণে প্রচার করা যায়, তদারা এ বিষয়ে লোকের যাদৃশ অনুরাগ তাহার পরিচয় প্রাপ্ত হওয়া যাইবে। মহর্ষি বাল্মীকি যে সকল গ্রন্থ প্রণয়ন করেন তন্মধ্যে রামায়ণ অতি প্রসিদ্ধ। এই উৎকৃষ্ট আদি কাব্য ব্যতিরিক্ত তিনি অস্তুতরামায়ণ এবং যোগবশিষ্ঠ এই দুই গ্রন্থ রচনা করেন; তন্মধ্যে অদ্ভুত রামায়ণকে কীব্যের মধ্যে গণনা করা যায়, অতএব তাহার বিবরণ পশ্চাৎ লেখা গেল । এই গ্রন্থ সপ্তবিংশতি সর্গে বিভক্ত এবং ইহাতে এক সহস শ্লোক আছে । বেদান্ত দর্শনে ব্রহ্মের প্রাধান্য বর্ণন করেন, মীমাংস। দর্শনে কন্মের এবং সাংখ্য দর্শনে প্রকৃতির প্রাধান্য বর্ণিত হইয়াছে, হনুমান রামচন্দ্র সংবাদ পাঠে ইহা অবগত হইবেন, অতএব