এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৯ই অস্তুত রামায়ণ" জনক নন্দিনী আর নারিল রহিতে । ঋষি সম্বোধিয়া তবে লাগিলা কহিতে । ৮ রাবণের বধেতে প্রশংসা বারস্বীর । পরিহাস তুল্য জ্ঞান হতেছে আমার ॥৯ শুনিয়া বিস্ময়াপন্ন যত মুনিগণ । কহিতে লাগিলা সীতা মধুর বচন ।। ১০ মিথ্যা নাহি কহি আমি শুন দ্বিজ চয় । অবধান কর যদি বলি সমুদয় ॥১১ সীতার বচন শুনি অগস্ত্য প্রভূতি । কহিতে লাগিলা মনে পেয়ে মহাপ্রীতি ।। ১২ কিবা জান কহ সীতা আমূল বৃত্তান্ত । . শুনিতে তোমার কথা বাসন নিতান্ত ॥১৩ ঋষি পতি দেবরের লয়ে অনুমতি । কহিতে লাগিলা সীতা সতী ভাগ্যবতী ।। ১৪ বিবাহের পূর্বে কিছু মিথিলা নগরে। ষে কালে ছিলাম আমি জনকের ঘরে । ১৫ সেই কালে এক জন দ্বিজ তীর্থ বাসী । অতিথি ৰূপেতে উপস্থিত হৈল আসি ৷৷ ১৬