এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সহস্ৰানন রাবণের বিবরণ। సి জমিয়া কঠোর রর দুই জনে করে । এই হেতু তাহার রাবণ নাম ধরে u ৩৫ ৷ কনিষ্ঠ রাবণ করে লঙ্কায় বসতি । পরমেষ্ঠি বর বলে দপ তার অতি u ৩৬ প্রধান সহস্র মুখ বিনা তপোবলে । স্বাভাবিক শক্তি হেতু খ্যাত ভূমণ্ডলে ।। ৩৭ তিন লোক নাশিবারে পারে করি হেলা । চন্দ্র সূর্য লয়ে সুখে করে কন্দু খেলা ৷৷ ৩৮ ইন্দ্র আদি দেবতার পুরী মনোহর । বল দ্বার গ্রহণ করিয়া নিশাচর ॥৩৯ মাতামহ কুল সহ তথা বাস করে । তার মধ্যে যেই পুরী বহু শোভা ধরে ॥ ৪০ জগতের সার শোভা করি আকর্ষণ । রাখিয়াছে এক স্থানে রাক্ষস রাবণ ৷৷ ৪১ শাল তাল তমাল পনস দেব দারু । । পারিজাত কল্পলতা বকুল সুচারু ॥ ৪২ শীত পীত লোহিত বরণ তরুগণ । সর্ব্বকালে ফল ফুলে অতি সুশোভন । ৪৩