এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সংস্থানম রাবণের বিবরণ । ৯৭ ইন্দ্র আদি দেৰগণে করিয়া বন্ধন । । রেখেছিল কত দিন নিকষা নন্দন ।। ৫৩ সমুদ্র গোস্পদ তুল্য দ্বীপ লোষ্টবৎ । তৃণ তুল্য জ্ঞান করে মনুষ্য তাবৎ ॥ ৫৪ ষে কালে সহস্ৰানন প্রকাশে স্বক্রোধ । পিতামহ আসিয়া করেন অনুরোধ ॥৫৫ হে তাত হে বৎস তুমি ত্যজ উগ্রবেশ । ইত্যাদি বচনে শান্ত করেন লোকেশ ॥৫৬ হে জানকী সে রাবণ রাক্ষসের পতি । পুষ্কর দ্বীপেতে বাস করিছে সংপ্রতি ।। ৫৭ এইমত কহিয়া ব্রাহ্মণ জ্ঞানবান । আশীর্ব্বাদ করি তবে করিলা প্রস্থান ।। ৫৮ শ্রীহরিমোহন কহে কমল লোচল । ভব তয় দয়াময় করহে মোচন ।। ৫৯ محاسبوسعید حجسمه» بیبیسمیچم সহস্ৰানন বধার্থে যাত্রা। প্রবাসী বিপ্রের কাছে শুনি এইৰূপ । । মানিয়াছি মনে ইহা অতি অপৰূপ ।। ১ సి