এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অস্তুত রামায়ণ । . تعد নিশাচর কপিলে পশিয়া সমরানলে, যাইতেছে কালের সদন ॥ ৫ কখন বানর গণ, করি ঘোরতর রণ, নিশাচরে করিছে সংহার । । কখন রাক্ষস সর, ছাড়িয়া ,স্কার রব, কপিগণে করিছে প্রহার ॥ ৬ নল নীল হনুমান, ক্রোধে হৈলা বেগবান, মূর্ত্তিমান জ্বলন্ত অনল । শীল তৰু ধরি করে, নিদারুণ যুদ্ধ করে, ভার ভরে ধরণী, চঞ্চল ॥ ৭ কেইবা পুষ্পক রথে, কেহব। আকাশ পথে, কেহ থাকি পর্ব্বত শিখরে । কপি সেনাপতি যত, রাক্ষসে করিতে হত, সঘনে স্কার রব করে । ৮ রুধির দমন করি, বিকট শরীর ধরি, মরিছে রজনীচর চয় । পুৰিত হইল ধর, বুঝি নাহি যায় ধর, বাসুকী অসুখী অতিশয় ॥৯