পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুদ্ধারম্ভ । ది(t সহস বদন পরে; পবনের বেগ ভরে, রাম সেনা সাগরে পশিল । বানর ও নরগণে, রণবেশ দরশনে, মনে মনে ভাবিতে লাগিল ॥ ১০ ক্ষুদ্র প্রাণী এই যত, এদের কবিলে হত, নাহি কিছু পৌৰুষ আমার । অতএব বায়ু বাণে, পাঠাই আপন স্থানে, আলয় যথায় হয় যার ॥ ১১ এত বলি নিশাচর, ছাড়িয়া পবন শর; ভল্লুক বানর নরগণে। পাঠাইল তার পর, যেখানে যাহার ঘর, যারা সব এসেছিল রণে ॥ ১২ ভরত লক্ষ্মণ বীর, সুমন্ত্র সুমন্ত্রী ধীর, হনুমান সুগ্রীব রাজন । । বিভীষণ নিশাচর, বানর রাক্ষস নর, উপনীত অ্যালয়ে আপন ।। ১৩ সহস্রাস্য কোন মতে, রামের পুষ্পক রখে; চালাইতে না পারিল আর ।