এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অদ্ভুত রামায়ণ । و هد দেখি মুনি ঋষিগণ, পরম প্রফুল্ল মন, রাক্ষসেরা ভাবে চমৎকার । ১৪ যেই কলে হৃষীকেশ, করিয়া সমর বেশ, পুষ্কর দ্বীপেতে একবার 1 নাশিতে সহসাননে, যতেক অমর সনে, পার হইলেন পারাবার । ১৫ হেলায় সে শ্রীহরিরে, লবণ সাগর নীরে; মিক্ষেপ করিল অনায়াসে । তদবধি সুর সব,প্রাপ্ত হয়ে পরাভব, না আসেন রাবণের পাশে ॥ ১৬ সেই হরি এইবারে, নিশাচর নাশিবারে, অবতীর্ণ অবনী মণ্ডলে । দেবতা গন্ধর্ব্ব চয়, বলিলা রামের জয়; সঘনে গগণে কুতূহলে ॥ ১৭ রামের বিষম দাপে, তারা গ্রহগণ কাপে, রবি শশি পড়ে খসি ভূমী । ঐ হরিমোহন কয়; ওহে রাম দয়াময়, , কাতরে বিতর কৃপা তুমি ॥১৮