পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1/ প্রতীতি জন্মে, ইহাতে যে কিছু বীররস বর্ণনা আছে তাহা সুসঙ্গত নহে একারণ আমি ষোড়শ সর্গ মাত্র অনুবাদ করিয়া ক্ষান্ত ছিলাম, পরে আমার পরম রন্ধ, সুকবি ক্রযুত বাবু দ্বারকানাথ রায়ের পরামর্শে সম্পূর্ণ গ্রন্থের ভাষাস্তর করিলাম, ফলে অস্তুত রামায়ণ উৎকৃষ্ট কাব্যের মধ্যে পরিগণিত হইতে পারে না । অম্মৎপ্রণীত এই পুস্তক ঐ গ্রন্থের অবিকল অনুবাদ নহে, পাঠকদিগের মনোরঞ্জন কারণ ৰূপবর্ণন প্রভূতি বাহুল্য । করা গিয়াছে এবং স্থানে২ নীরস অংশ সকল পরিত্যক্ত হইয়াছে । এদেশের অবলাবলির পাঠোপযোগী গ্রন্থ প্রায় দৃষ্ট হয় না, একারণ, তাহাদিগের উপকার ইহাতে উদ্দেশ্য হইয়াছে, ফলে সর্ব্বসাধারণে পরিগৃহীত হইলে অবশিষ্ট খণ্ড সকলও মুদ্রিত করা যাইবে । এইক্ষণে কৃতজ্ঞতা পূর্ব্বক প্রকাশ করিতেছি যে আমার পরমাত্মীয় ত্রযুত বাবু দুর্গাচরণ গুপ্তের সম্পর্ণ সাহায্যে ইহা মুদ্রিত হইল ।