এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
রাম রাবণের যুদ্ধ । ১০৭ রামের মোহ ও সীতার কালীমূর্ত্তি ধারণ। রাক্ষসের স্বাভাবিক রিপুরঘুর । ধরিলা করেতে ধনু অতি ভয়ঙ্কর ॥১ বাণেতে ঢাকিল রবি গগণ মণ্ডল । প্রলয় কালেতে যেন বরিষে অনল ।। ২ মরিছে রাক্ষস সব সমর শঙ্কটে। ৷ করিছে ভীষণ রব রামের নিকটে। ৫ নানা বন্ধে অনুবন্ধ বিবিধ বন্ধান । , সন্ধান না পায় কেহ বাণের সন্ধান 11 ৪ যত্র তত্র এই মাত্র হয় দরশন । খণ্ড খণ্ড হতেছে প্রচণ্ড রিপুগণ ॥৫ দেখিয়া অস্তুত কার্য সহস্ৰ বদন । আইল সমর হেতুরামের সদন ॥ ৬ দিয়া ডাক বলে থাক নিশাচর যন্ত , নিমেষে করিব আমি নর রিপু হত ॥৭ রসাতলে দিব মহী মানব সহিত । , , করিব অমরাবতী অমর রহিত ৷৷ ৮