এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
S$ অদ্ভুত রামায়ণ। প্রেয়সীরে মাহি দেখি, মনেতে ভাবেন একি, তবে বিধি বলেন রচন । ১৭ শুন শুন রঘুপতি, ইনি তব সীতা সতি, পরমেশী পরাশক্তি পরা । মহিমা কেহ না জানে, মুনিৰীয় ধরে ধানে, জানকী জনম দুঃখ জরা ॥১৮ শুনি রাম রঘুবর, যুড়িয়া যুগল কর, স্তুতি বাদ বিস্তর করিলা । জনক তনয় পরে ত্রিভুবনরক্ষাতরে, পূর্ব্বৰূপ অমনি ধরিলা । ১৯ ডাকিনী যোগিনীগণ, প্রেত ভূত অগণম, অন্তহিত হইল তখন । জগত হইল স্থির, সীতা লয়ে রঘুবীর, করিলেন অযোধ্য গমন ॥ ২০ রামেরে পাইয়া সব, করে মহা মহোৎসব, অযোধ্যা নিবাসী লোক যত । স্ত্রীহরিমোহন কয়, দয়া কর দয়াময়; আমি দীন তব ,দ{ণত ।। ২১ সমাপ্তোয়ং এ স্থ3 {