এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ক্টরস পরশমণি তাহে কি যতন । মহামণি রঘুমণি ব্রহ্ম সনাতন ॥ দশরথ সীমস্তিনী, ধরণীতে ধন্য তিনি, শুক্তিক স্বৰূপ তার তনু আয়তন । চিত্রকুট ধরাধরে, পেটিকার রূপ ধরে, পাছে সে রতন হয় ভূতলে পতন । ৰূপে গুণে প্রশংসিতা, কণুক বরণী সীতা, হৃদয় ভূষণ তার সে নীলরতন ॥ধু । ঐরামচন্দ্রায় নমঃ, পরম পুরুষোত্তম, সত্ত্বরজঃ তমোগুণধর । বিশ্বসার বিশ্বাধার, নির্ব্বিকার নির্ব্বিহার; তুমি পূর্ণ বন্ধ পরাৎপর ॥ ১ }