এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
রাম বন্দন । \o তরুণ অরুণ বর, রাহুভয়ে হিমকর, আসি লয় চরণে শরণ ॥৬ বদন অমিয়াধার, রদন মুকুতাহার, মদন মোহন বেশ ধারী । খঞ্জন গঞ্ছন আখি নাশা জিনি শুক পাখি, অধর তরুণ তিমিরারি ॥৭ চাৰু জটাজুট ধর; যেন কাল বিষধর, বামভাগে জানকী সুন্দরী। দক্ষিণে লক্ষ্মণবীর, অনন্ত ৰূপেতে ধীর, সহস্র ফণায় ছত্র ধরি ॥৮ স্বভাবতঃ সুবিমল, চিদাকার সুনিশ্চল, মায়া শক্তি প্রভাবে সেৰপ । যথা সর্ব্ব চরাচরে, দপণে অপর্ণ করে, অবিকল অবয়ব ৰূপ ॥৯ জয় জয় জনার্দ্দন, দশানন বিনাশন, দাশরথি চাহ দীনহীনে । কাতরে করুণাকর, তুমি হে করুণাকর, অপবাধ ক্ষমা কর ক্ষীণে ॥১০