এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অম্বরীষ রাজর উপাখ্যান । ১১ এক দিন নিশাষোগে, নানা মত সুখভোগে, শয়ন করিয়া চারুশীলা । হেন কালে পীতাম্বর, নব নীল কলেবর; আসি নিজ ৰূপ প্রকাশিলা ।। ৫ রবি শশিনীরধর, শ্রীচরণে শোভাকর, রতন নূপুর মনোহর । নখর নিকর শোভা, নিশাকর করলোভ, চারু উরু গুরু করীকর । ৬ অখিযুগ ইন্দীবর, মুখ কোটি সুধাকর, খগপতি শ্রুতিযুগ ছলে । ললিত ত্রিভঙ্ক ৰূপ, লাবণ্য সাগর কূপ, মালতী কৌস্তুভ মালা গলে ।। ৭ অধরে মধুর হাসি, চমকে চন্দ্রমা রাশি, দমকে দামিনী দুতি দাঁতে । কুটিল কটাক্ষ কটু কালকূট জিনি পট । অঙ্কনার জীবন আঘাতে । ৮ কিবা বায়ু সুৱলিত, কমলিনী চমকিত, অধরে বিনোদ বেণ ধরে ।