পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অদ্ভুত রামায়ণ। পীত বাস পরিধান, সৌদামিনী ব্যবধান, জ্ঞান হয় নব জলধরে ॥৯ সম্বোধিয়ানারায়ণ, সুমধুর স্বরে কন, কি বর গ্রহণে ইচ্ছা তব । শুনি পদ্মাবতী কয়,সুশীল তনয় হয়, এই বর দেহিমে কেশব ॥ ১০ নিদ্রাভক্ষে ৰূপবতী, হরিষ অস্তর অতি, পাইয়া অপূর্ব্ব ফল হতে । ভক্ষণ করিয়াসুখে, পতি সঙ্গে সকৌতুকে, রতি ভুঞ্জি উঠিলা প্রভাতে ॥১১ অম্বরীষ গুণাকর, তার গর্ভে অতঃপর, করিলেন জনম গ্রহণ । অপৰূপ ৰূপ কিবা, নিন্দি নিশাকর নিভ}, কলেবর কাঞ্চন লাঞ্ছন ॥ ১২ বহুবিধ সুলক্ষণ, পুক্সে করি নিরীক্ষণ, শান্তমতি ত্রিশঙ্ক, রাজন । হয়ে হরষিত অতি, দরিদ্র দীনের প্রতি, করিলা বিস্তর বিতরণ । ১৩