পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অম্বরীষ রাজার উপাখ্যান । ১৩ ত্রিশঙ্কুর অতঃপর, প্রাপ্তি হলে লোকাস্তর, অম্বরীষ হইলা ভূপতি। রাজ্যতার অন্যে দিয়া, আপনি অরণ্যে গিয়া, করিলা তপস্যা ঘোর অতি ৷৷ ১৪ তপে তুষ্ট হয়ে হরি, পুরন্দর রূপ ধরি, অম্বরষ সমীপে আইলা । সুমেরু পর্ব্বত বৎ, আরোহণ ঐরাবৎ; ভূপতিরে কহিতে লাগিল ৷৷ ১৫ আমি ইন্দ্রলোকপতি,শুন রাজা শান্তমতি, আসিয়াছি রক্ষার কারণ । নিরথিয়া অম্বরীষ, মনে হয়ে বিমরিষ, দেবরাজে করিলা বারণ ॥ ১৬ একি দেখি অসম্ভব, না করি তপস্যা তব, নাচাহি তোমার স্থানে বর। কেন হেতা আগমন, ছলিতে আমার মন, নিজস্থানে যাহ পুরন্দর । ১৭ গোবিন্দ আমার স্বামী, অন্যে নাহি জানি আমি, বিন! সেই নব জলধর । ९