পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>露 অস্তুত রামায়ণ । কৃতাঞ্জলি করি বলি, কিকারণ মহাবলী, আমন্দাশুনিবারণ কর। ১৮ ইহা শুনি নারায়ণ, হয়ে অতি হৃষ্ট মন, নিজ ৰূপ করিলা ধারণ । শঙ্খ চক্র গদাম্বুজ, সুশোভিত চারি ভুজ, নবঘন নিনিদত বরণ ॥ ১৯ সেৰপ হেরিয়া তার, অম্বরীষ মহাত্মার, দিব্যজ্ঞান হইল উদয় । আপনারে ধন্য মানি, যুড়িয়া যুগল পানি, বহু স্তব কৈলা গুণালয় ॥ ২০ জষ জয় নারায়ণ, জগন্নাথ জনাদন, যদুপতি জনম হরণ । তুমি হর তুমি হরি, তুমি দিবা বিভাবর, সৃষ্টি স্থিতি প্রলয় কারণ ॥২১ ফলে তুমি সর্ব্বময়, সর্ব্ব সহ সর্ব্বাশয়, সর্ব্বত্রে সমান বিরাজিত । আমি প্রভু কিবা জানি, পরাভব বিধি বাণী, কৃপা কর কটাক্ষে কিঞ্চিৎ ৷৷ ২২