পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অম্বরীর্ষ রাজার উপাখ্যান । ১৫ স্তবে তুষ্ট হয়েহুরি, রাজারে সম্ভাষ করি কহিলা ভূপতি বর লই । শুনি কন নরপতি, তৰপদে যেন মতি, রহে নিরবধি অহরহ ॥ ২৩ জগৎ বৈষ্ণব হয়, এই কর দয়াময়, তথাস্তু বলিলা শ্রীনিবাস । মম এই সুদৰ্শন, লহ তুমি নিদর্শন, পূর্ণ হবে তব অভিলাষ ৷৷ ২৪ মন মত পেয়ে বর, অম্বৰীষ অতঃপর, অযোধ্যায় . প্রবেশ করিলা । ব্রাহ্মণ ক্ষত্রিয় গণ,বৈশ্য শুদ্র অগণন, স্বীয় কর্ম্মে নিযুক্ত হইলা ২৫। নারায়ণ পরায়ণ, সুশীল বৈষ্ণর গণ, পালন করেন বিধিমত । অশ্বমেধ শত শতবাজপেয়বিশেষতঃ করিলেন যত কব কত ॥২৬ সার ভাবি পরিণাম, ঘরে ঘরে হরিনাম, সংকীর্ত্তন হয অনুক্ষণ ।