পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রীমতীর উপাখ্যান । ২\১ তনয়া লইয়া, সত্বর হইয়া, প্রবেশিলা = t it های বিচিত্র বসন, রতন ভূষণ, অঙ্গে ঝলমল করে । নয়ন পলকে, গরল ঝলকে, মুখচন্দ্রে, সুধা ক্ষরে । ৩১ অমর মণ্ডল, সহ আখণ্ডল, সভামাঝে উপবিষ্ট । তেজে বহিবত, নারদ পর্ব্বত, আইলেন হয়ে হৃষ্ট । ৩২ দেখি নৃপবর, করি সমাদর, বসাইলা সন্নিকটে । কবি সেন কম, দেখ কিবা হয়, কাহার কপালে ঘটে। ৩৩ শ্রীমতীহরণ । রাজা অম্বরীষ, পরম হরিষ, সম্বোধিয়া নিজ বালা ।