পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\:ది অস্তুত রামায়ণ । তেজস্বী পর্ব্বত, বর তব মত, আতি সংগোপনে লয় ॥২৮ ভক্তের অধীন, আমি চিরদিন, একথা সকলে জানে । মম ভক্ত ষেবা, করে মম সেবা, তুষি তারে বর দানে ॥২৯ নারদ তখন, করি সম্বোধন, কহিলা বলহ হরি । যুক্ত দুই কর, ধরি ধনু শর, কে লইল কন্যা হরি ॥৩০ শুনি দামোদর, করিলা উত্তর, কার্য্য কোন মায়া বীর । আমি চতুভূজ,শখ চক্রাফুজ, গদা ধারী জান ধীর ॥৩১ বিষ্ণুর বচন, করিয়া শব: কহিলেন দুই জন । হেন মনে লয়, রাজা দুরাশয়, করিয়াছে প্রতারণ11৩২