পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীমতীর উপাখ্যান । \to পরন্তু গোবিন্দ, চরণারবিন্দ, বন্দিয়া প্রণাম করি । চলিলা দুজন, যথায় রাজন, মনেতে ঐহরি স্মরি ॥৩৩ মহা ক্রোধ ভরে, দোহে নৃপ বরে, দিলা তবে অভিশাপ । মায় ছলে অন্যে, দিলে তুমি কন্যে, আরে দুরাচার পাপ ॥৩৪ ঘোর তম চয়, করিবে আশ্রয় । সদা রবে অন্ধকারে । শোকে নিরন্তর, হইবে কাতর, না চিনিবে আপনারে ॥৩৫ দেখিতে দেখিতে, তম আচম্বিতে, ভূপতির প্রতিধায় । পরে সুদর্শন, ৰূপ সুদর্শন, তমো বিনাশিতে যায় ॥৩৬ বিষ্ণুচক্র হেরে, পড়ি মহা ফেরে, তমো রাশি ভয়ে সরে ।