এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শ্রীমতীর উপাখ্যান । \هي ه( কিবা করে মন্ত্র, কিবা করে তন্ত্র যে করে তোমার শর 1, মান অপমান,সকল সমান, অভেদ আত্মীয় পর ॥৪২ ধন্য অহে-মার, কি গুণ তোমার, নাহি উপমার স্থান । ইষদ ইক্লিতে, নয়ন ভক্তিতে, হেরিলে নাথাকে প্রাণ ॥৪৩ যুবতী কামিনী, তনু সৌদামিনী, বুঝি কে তোমার হবে । নতুবা তাহারে, যেজন নেহারে, কেন বধ তীরে তবে 11৪৪ তথাচ অনঙ্ক, নাহি তব অঙ্গ, তাই হে অনঙ্গ নাম । থাকিলেতো দেহ, নাহিক সন্দেহ, ত্রিলোক বধিতে কাম ॥৪৫ ফুল স্বয় শর, ফুল ধনু ধর, সবার অন্তরে চর।