পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\CS অদ্ভুত রামায়ণ । ছেলে লৌহ বাণ, করিতে নির্ব্বাণ, সমুদয় চরাচর ॥ ৪৬ ছলন পূরিত, তোমার পিরিত, কেবল কুরীত ময় । হেন অভাজন, আত্মীয় স্বজন, কাহারো সুহৃং নয়। ৪৭ হেয়ে অনুকূল, আগে হর কুল, ভাষাও অকূল মাজে । মিলিলে উভয়, ভয়ে নাহি ভয়, লাজ নাহি হয় লাজে ॥ ৪৮ জ্ঞান বিশারদ, পর্ব্বত নারদ, তাহদের এই গতি । ইথে অন্য নর, অজ্ঞান পামর, তুলনায় হীন অতি ॥ ৪৯ হইয়া কাতর, দোহে অতঃপর; গেলা হৃষীকেশ কাছে । হে মধুসূদন, দেব জনার্দ্দন, রায় যদি প্রাণ বঁাচে ॥ ৫০