পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীমতীর উপাখ্যান । থাকিতেও তৃপ্ত, তথাচ অতৃপ্ত, দেখাতেন বারম্বার । কার্ষ্য কারণেতে, স্মরণ মনেতে, কখন হইত তার ॥৬৯ মায় প্রতারণ, করণ কারণ, প্রভুর দুৰ্গতি হেন । দোষজ্ঞ পণ্ডিত, মায়া কদাচিং, না করেন মনে যেন 11৭০ হরি মায়া কথা, শ্রবণে সর্ব্বথা, পরি হরি মায়া নরে । বিমল চরিত্র, হইয়া পবিত্র, বৈকুণ্ঠে গমন করে ॥৭১ জঠর যন্ত্রণা, যমের মন্ত্রণ, নাহি থাকে ভব ভয় । শ্রীহরি চরণ,করিয়া স্মরণ শ্রীহরিমোহন কয় ॥৭২ sæ=ø(= wm) \5