পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ অদ্ভুত রামায়ণ ৮ গান কালে সেই সব ব্রাহ্মণ সুবোধ । কাষ্ঠ শঙ্ক, দ্বারা করিলেন কর্ণ রোধ ॥১৮ অনন্তর নরপতি সক্রোধ হইয়া । সেই সব ব্রাহ্মণের সর্বস্ব লইয়া ॥১৯ করিলেন নিজ অধিকার বহিস্কৃত । উত্তরে চলিল সবে হয়ে তিরস্কত ॥২৭ লজ্জায় মলিন অঙ্ক বিরস বদন । কাল ক্রমে গেল। সবে কালের সদন ॥২১ উপস্থিত কৌশিক প্রভৃতি ঋষি গণে । নিরর্থি শমন এ কেমন ভাবে মনে ॥২২ চতুর চতুরানন সুৱগণ প্রতি । বিস্ময় মানিয়া করিলেন অনুমতি ॥২৩ বহু বিধ গুণযুক্ত বিষ্ণু পরায়ণ । কৌশিক ধীমান আর ঋষি সপ্ত জন ॥২s গোবিন্দ পদারবিন্দ বন্দি সবে গানে । করেছেন আননিত বীণা বাদ্যতানে ॥২৫ দেবত্ব কল্যাণ যদি ইচ্ছা কর মনে । সে সবায় এ সভায় তান এই ক্ষণে ॥২৬